প্রকাশিত: ০৪/০২/২০২২ ৭:১১ পিএম

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে করা মামলায় দুই বছর আগে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের সময় গণহত্যার অভিযোগ অস্বীকার করেছিলেন দেশটির তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সু চি। সেই সু চির দলই এখন রোহিঙ্গা নিপীড়নের বিচার চায়।

সু চির দলের এমপি ও কর্মীদের নিয়ে গঠিত জাতীয় ঐক্যের ছায়া সরকার বলেছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা বিচারের এখতিয়ার নিয়ে তাদের কোনো আপত্তি নেই।

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার মামলার পরবর্তী শুনানির দিন ২১ ফেব্রুয়ারি ধার্য রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম শুনানিতে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন সু চি। সে সময় তাঁর সরকার এরপর গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে পতন ঘটে সু চি সরকারের। আটক হন সু চি ও তাঁর দলের নেতাকর্মী। এই অবস্থায় সু চির জায়গায় মিয়ানমার সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব নিয়ে সংকট দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত মঙ্গলবার এক বিবৃতিতে ছায়া সরকার বলেছে, এই মামলার বিষয়ে প্রাথমিকভাবে যে আপত্তি জানানো হয়েছিল, তা প্রত্যাহার করে নিচ্ছে তারা। বিবৃতিতে বলা হয়, জান্তার

প্রতিনিধিদের সঙ্গে আইসিজে কর্তৃপক্ষ রোহিঙ্গা মামলার প্রক্রিয়া অব্যাহত রাখলে, তা জান্তার স্বীকৃতি হিসেবে গণ্য হবে। ফলে তারা আরও শক্তিশালী হবে। দ্বিগুণ উৎসাহে তাদের নৃশংসতা অব্যাহত রাখবে। তাই জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়াও মো তুনকে মামলাটির প্রতিপক্ষ দলের প্রধান হিসেবে গ্রহণ করতে আহ্বান জানিয়েছে ছায়া সরকার।

রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যার উদ্দেশ্যে’ হামলা চালানোর অভিযোগে ২০১৯ সালের নভেম্বর আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ করে পশ্চিম আফ্রিকা দেশ গাম্বিয়া। ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমার সরকারকে কিছু নির্দেশনা দেয় আইসিজে। এতে রাখাইন রাজ্যে রোহিঙ্গা বসতিতে সংঘটিত নিপীড়নের প্রমাণাদি সংরক্ষণ এবং রোহিঙ্গাদের ওপর পরবর্তী নিপীড়ন ঠেকাতে পদক্ষেপ নিতে বলা হয়। প্রতি ৬ মাস অন্তর রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়।

গত বছরের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর জান্তার অনুগত কর্মকর্তারাই আইসিজের মামলার দেখভাল করছেন। এ অবস্থায় গত বছরের জুলাইয়ে গাম্বিয়ার মামলার বিরুদ্ধে আইসিজেতে আপত্তি জান্তার প্রতিনিধিরা। পরবর্তী শুনানির তারিখ ঘোষিত হওয়ার পর ১৪ জানুয়ারি নিজেদের প্রতিনিধিদলের প্রধান পরিবর্তনের ঘোষণা দেয় মিয়ানমার সরকার। তবে এখনো তারা নতুন প্রতিনিধির নাম ঘোষণা করেনি।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...