প্রকাশিত: ২৪/০৭/২০২১ ৯:৫৪ পিএম

সৌদি আরব থেকে আসা একজন রোহিঙ্গাকে আদালত কুতুপালং ক্যাম্পে পাঠিয়েছে। মনিরুল ইসলাম প্রকাশ ইব্রাহিম (৩০) নামের সৌদি প্রবাসী এই মিয়ানমার নাগরিককে শনিবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উখিয়ার কুতুপালং মধুর ছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ।

তিনি কুতুপালংয়ের ৩ নম্বর ক্যাম্পের এ ব্লকের বসবাসকারী সাদিকা বিশ্বাস প্রকাশ নজির আহম্মদের ছেলে।

ঢাকা বিমানবন্দর থানার এসআই মাহবুব জানান, রোহিঙ্গা মনিরুল ইসলাম প্রকাশ ইব্রাহিম গত ২০ জুন সৌদি আরব হতে ঢাকা বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করে।

আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করে এবং আসামি রোহিঙ্গা হওয়ায় তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করার আদেশ প্রদান করে।

বিমানবন্দর থানা পুলিশ আদালতের আদেশ মোতাবেক আসামিকে কেরানীগঞ্জ জেলখানা থেকে মধুর ছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।

সৌদি আরব থেকে আসা মনিরুল ইসলাম প্রকাশ ইব্রাহিম বলেন, ‘আমি পাসপোর্ট বিহীন গত ৪ বছর পূর্বে সৌদি আরব যাই। সেখানে অবৈধভাবে বসবাস করাকালে গত ৪ মাস আগে সৌদি আরব পুলিশ আটক করে জেলখানায় রাখে। জেলখানা থেকে গত ১৯ জুন বাংলাদেশে পাঠিয়ে দেয়।”

পাঠকের মতামত

প্রতারণার মামলায় গ্রেপ্তার শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ সারাদেশে রয়েছে অন্তত ১১০ মামলা

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা, চেক জালিয়াতিসহ প্রতারণার মামলায় দেশের শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী আব্দুর ...