প্রকাশিত: ১৬/০৪/২০২২ ৩:৪৯ এএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির ১৮ তে ৬ জনকে হত্যার মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তার নাম মোহাম্মদ হাছন (২৮)। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি জানান, ২০২১ সালের নভেম্বরে ক্যাম্প-১৮ এর এইচ বøকের জামেয়া দারুল উলুম নদুয়াতুল ওলামা মাদ্রাসার ভেতরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি গুলি চালালে ৬ রোহিঙ্গা নিহত হয়।
পরে সে ঘটনায় নিহতের স্বজন নজরুল ইসলাম বাদী হয়ে মামলা ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার এজাহার নামীয় আসামী মোহাম্মদ হাছন।
তিনি আরও জানান, শুক্রবার বিকেল চারটার দিকে ক্যাম্প-১৭ এলাকা থেকে হাছনকে গ্রেপ্তার করে এপিবিএন সদস্যরা। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকাআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিকাআপ চালক ও হেলপার রয়েছেন। মঙ্গলবার ...