প্রকাশিত: ১৯/০৫/২০১৭ ৮:২৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ পিএম

নিউজ ডেস্ক :

আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয় ক্রিকেট দলকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয়া হবে বলে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো। সম্প্রতি বিশ্বব্যাপী জঙ্গী গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বরাত দিয়ে এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘সফরকারী দলের জন্য রাষ্ট্রপ্রধানদের সমতুল্য নিরাপত্তা বিধান করা হবে। গত বছর সফরকারী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের জন্য আমরা যে মাপের নিরাপত্তা বিধান করেছিলাম একই ধরনের নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা অস্ট্রেলীয়দের দিয়েছি। এর বাইরে তাদের যদি আরো কোন চাহিদা থাকে তা পূরণ করতেও আমরা প্রস্তুত।’
অসি দলের বাংলাদেশ সফরকালে নিরাপত্তার বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেন ক্যারলের ঢাকা সফর প্রসঙ্গে তিনি কথা বলেন। বাংলাদেশ সফরকালে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দল।

পাঠকের মতামত

রোহিঙ্গা ইস্যুতে সবসময় উদারতা দেখিয়েছে বাংলাদেশ: যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেছেন মুখপাত্র ...

চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে, প্রদর্শনী হতে পারে কক্সবাজারে

চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসার কথা পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল ...