প্রকাশিত: ০২/১১/২০১৬ ৭:২৭ এএম

3_46153_19491_1468899388_29400_1478036645নতুন ছবি এক পৃথিবী প্রেম নিয়ে বেশ ভুগছেন পরিচালক এসএ হক অলীক। দু’বার মুক্তির তারিখ নির্ধারণ করেও শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ার কারণে ছবির নায়িকা আইরিনকে বারবার সবার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

সর্বশেষ ‘আয়নাবাজি’ নামে একটি ছবির কারণে ‘এক পৃথিবী প্রেম’ ২১ অক্টোবর ঘোষিত তারিখে মুক্তি পায়নি। ছবিটির ব্যবসায়িক ক্ষতির ভয়ে পরিচালক মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। এবার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

এবার আর পেছানো হবে না বলে পরিচালকের সঙ্গে জোর গলা মেলাচ্ছেন আইরিনও। এ প্রসঙ্গে পরিচালক জানান, ‘এর আগে আইরিন অভিনীত কয়েকটি ছবিতে তার অভিনয় দেখেছি। কিন্তু আমার ছবিতে দর্শক নতুন এক আইরিনকে খুঁজে পাবেন। আমার বিশ্বাস তার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন, তার চোখের জলে দর্শকও চোখ ভেজাবেন। নতুন করে দর্শক সত্যিকারের অভিনেত্রী আইরিনকে খুঁজে পাবেন। শুধু তাই নয় এটি একটি পারিবারিক গল্পের সিনেমা। তাই যেসব সিনেমা হলে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার পরিবেশ আছে সেসব সিনেমা হলেই এটি মুক্তি দেয়ার চেষ্টা থাকবে।’

পরিচালকের উচ্ছ্বসিত প্রশংসার প্রতিউত্তরে আইরিন বলেন, ‘অলিক ভাই আমাকে এই ছবিতে অভিনয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন। সব মিলিয়ে আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জও ছিল।’

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...