প্রকাশিত: ০৩/১১/২০১৬ ৯:৩১ এএম

টেকনাফ প্রতিনিধি ::fb_img_1478105348849

গত ২ নভেম্বর ২০১৬ বাংলা ২য় পত্র জেএসসি পরিক্ষা অনুষ্ঠিত। টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের এক জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরিক্ষা দিচ্ছেন জান্নাতুল ফেরদৌস।

সে টেকনাফ উপজেলা ফকির আহম্মদের মেয়ে জান্নাতুল ফেরদৌস। সে চোখে দেখে না, চোখে পড়ে না। সে পরিক্ষার খাতায় লিখার সময় কষ্ট করে লেখে।

পরিক্ষা চলাকালীন সময় দেখা যায়, তার হাতের লেখা খুব সুন্দর। সে একজন মেধাবী ছাত্রী। সে সব কিছু অনুমান করে বুঝে। সে কানে শুনে। কানে শোনার সময় সে মোখস্ত লিখে।
জান্নাতুল ফেরদৌস বলেন, আমি খুব কষ্ট করে পরিক্ষা দিচ্ছি। কিন্তু আমাকে কোন ধরনের অতিরিক্ত সময় দেই নাই।

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সচিব নুর হোসাইন জানান, দৃষ্টি প্রতিবন্ধি জান্নাতুল ফেরদৌসের জন্য অতিরিক্ত সময় দেওয়ার জন্য কোন ধরনের চিঠি আছে নাই, আমরা অতিরিক্ত সময় নেওয়ার জন্য বোর্ডে আবেদন পাঠিয়েছি। আবেদনের চিঠি অনুমোদন হয়ে চিঠি পৌছলে আমরা অতিরিক্ত সময় দিতে প্রস্তুত থাকব।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...