প্রকাশিত: ০৫/০২/২০১৭ ১১:০০ এএম

নিউজ ডেস্ক::

একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোলা জায়গায় সাধারণ মানুষজন নিয়ে বসে বাতাম খেতে খেতে আড্ডা দিচ্ছেন। মাঠে গোল হয়ে বসে সবাই নিজ নিজ এলাকা নিয়ে কথা বলছেন, মত দিচ্ছেন, সমস্যা তুলে ধরছেন আড্ডার ভেতর দিয়ে। এলাকার উন্নয়ন ও সমস্যা নিয়ে সাধারণ মানুষের মত ও চিন্তা-ভাবনা জানা এবং প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে এমনই এক ব্যতিক্রমী আয়োজন করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদত হোসেন কবির।

তার এই আটপৌরে আয়োজন খোলা জায়গায় বাদাম খেতে খেতে বন্ধুদের আড্ডার মতো। তার এই উন্নয়ন-আড্ডায় সাড়াও মিলেছে বেশ।
শনিবার বেলা তিনটায় দেলদুয়ার সদরের জমিদারবাড়ির শ্যামল আঙিনায় এ আড্ডা শুরু হয়। কফি, বাদাম, বরই আর বিস্কুট খেতে খেতে আড্ডা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে অংশ নেন উপজেলার নানা পেশার মানুষ। আড্ডায় উঠে আসে উপজেলার নানা সমস্যা ও তার সমাধান। উপজেলার উন্নয়নে নানা ধরনের পরিকল্পনা করা হয় আড্ডায়।

ইউএনওর এই উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেরও ভূমিকা আছে। উপজেলার সাধারণ মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য ইউএনওর নিজস্ব ফেসবুক আইডি থেকে আড্ডায় অংশ নেয়ার জন্য একটি আমন্ত্রণ পোস্ট করেন তিনি। পোস্টে উল্লেখ থাকে আড্ডায় আগ্রহীদের ইংরেজিতে ‘ইয়েস’ লিখে কমেন্টস করতে হবে। পোস্টটি আপলোড হওয়ার পর লাইক ও কমেন্টসের মাধ্যমে ব্যাপক সাড়া পান তিনি।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বসে জমিদারবাড়ির আঙিনায় প্রথম আড্ডা।

উপজেলার অভিভাবক ইউএনওর সঙ্গে আড্ডার সুযোগ পেয়ে খুশি সাধারণ মানুষ। সেখানে অকপটে নিজেদের মতামত প্রকাশ করতে পেরে আত্মতৃপ্তি দেখা গেছে তাদের মধ্যে। আড্ডায় উপস্থিত সবার প্রত্যাশা, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে এই সেতুবন্ধ অব্যাহত থাকবে। দ্রুত সমাধান হবে আড্ডায় উঠে আসা সমস্যাগুলো।

ভিন্নধর্মী এই আয়োজনের বিষয়ে ইউএনও শাহাদত হোসেন কবির বলেন, ‘একসময় প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে একটা দূরত্ব ছিল। আমার ধারণা, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়লে প্রশাসনের কার্যক্রম দ্রুত করা সম্ভব। সেই চিন্তা থেকেই এই উদ্যোগ।’ দেলদুয়ারকে মাদক, বাল্যবিবাহ এমনকি ভিক্ষুকমুক্ত করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বিনোদন কেন্দ্র, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি চর্চাসহ উপজেলার শিক্ষার্থীদের হতাশামুক্ত করতে ক্যারিয়ার ক্লাব গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।

এ সময় উপজেলা নির্র্বাহী কর্মকর্তা তার দেশ-বিদেশে অর্জিত অভিজ্ঞতা তুলে ধরেন আড্ডায়।

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...

৭ বছর পর দেখা হচ্ছে মা-ছেলের

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও ...