সেলিম উদ্দিন, ঈদগাঁও ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ৩১ আগষ্ট দুপুরের দিকে মহাসড়কের মেহেরঘোনা অংশে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের হাসিনা পাড়ার নুরুল আবছারের পুত্র হেলাল উদ্দীন প্রকাশ কালা পুতু (৫) স্বজনদের সাথে পার্শ্ববর্তী মেহেরঘোনায় একটি বিয়ের অনুষ্ঠানে যায়। রাস্তা পারাপারের সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির ড্যাম্পারের চাপায় শিশুটির মর্মান্তিক মৃত্যু হয় ঘটনাস্থলে। সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসআই আমিরুল দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পাঠকের মতামত