প্রকাশিত: ২৫/০৯/২০১৬ ৭:১০ এএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারে লোকদেখানো অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় অবৈধ পলিথিন রাখার দায়ে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৪ সেপ্টেম্বর বিকেল ৪ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে বাজারস্থ স্কুল গেইট মার্কেটে তৌহিদ ও জামান পলিথিন স্টোর ও তাদের গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেন বলে উপ-সহকারী পরিচালকের উচ্চমান সহকারী জাহেদুল ইসলাম জানান। এসময় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফা ভ্রাম্যমান আদালত বসিয়ে তৌহিদ পলিথিন স্টোরকে ২৫ হাজার ও জামান পলিথিন স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করে। অভিযানের সময় কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক সর্দার শরিফুল ইসলাম ইন্সপেক্টর জাহানারা ইয়াছমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন দে ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, পুলিশ, আনসার উপস্থিত ছিলেন। এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা জানান, পরিবেশ অধিদপ্তরের লোকদেখানো অভিযানে সাধারণ ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাজারের অনেক পলিথিনের দোকান থাকা সত্ত্বেও শুধুমাত্র কতিপয় এক ব্যক্তির ইন্ধনে এ দোকান ২টিতে অভিযান চালিয়ে মালামাল জব্দ করে নিয়েছে। এ ব্যাপারে উপ পরিচালক সর্দার শরিফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার সহকারী জাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের ২টি পলিথিনের দোকান ও ৪/৫টি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

ফের সক্রিয় হতে উখিয়ায় আ.লীগের তৎপরতা রাতে নিষিদ্ধ ছাত্রলীগের লেখা ‘জয় বাংলা’ দিনে মুছে দিল উখিয়া ছাত্রদল

উখিয়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম ...

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন গ্রেপ্তার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ নেতা আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ...

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...