প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৬:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৫ পিএম

শহিদ রুবেল, উখিয়া ::
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ৯ নং ওয়ার্ডের ‘ উন্নয়নের জন্য আলোচনা ‘ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে জুলাই মঙ্গলবার সন্ধ্যায় কোটবাজারে ইউপি সদস্য সেলিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ছাবের আহমদ কন্ট্রাক্টর, নুরুল হুদা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাঈদ মোঃ আনোয়ার, মাষ্টার কামাল উদ্দিন, যুবনেতা এম গফুর উদ্দিন, সমাজসেবক সাইফুল ইসলাম, মৌলানা বেলাল উদ্দিন, মাষ্টার নুরুল ইসলাম নুরু, ছাত্রনেতা নাছির উদ্দিন, সাংবাদিক শহিদ রুবেল, সিফাত মাহমুদ সহ ব্যবসায়ী, চাকুরীজীবীসহ বিশিষ্টজনরা।
উন্মুক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, রত্নাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উখিয়া উপজেলার জন্য জনগুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। ইউনিয়ন পরিষদ কতৃক প্রাপ্ত বরাদ্দ অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ নির্মাণ, রাস্তা সংস্কার এবং রক্ষা করা, রেজু খালের ভাঙ্গন রোধ এবং ড্রেন সংস্কার ব্যবস্থায় কাজে লাগানোর পরামর্শ দেন। এইছাড়াও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তা প্রদান, মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়া আহব্বান জানান।
উন্মুক্ত মতবিনিময় সভার সভাপতি রত্নাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম কায়সার বলেন, উপজেলার জনবহুল ষ্টেশন কোটবাজারের ৪০ শতাংশ ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিধায় ৯নং ওয়ার্ড অত্যন্ত গুরুত্ব বহন করছে। ৯নং ওয়ার্ডকে উন্নয়নের মাধ্যমে মডেল ওয়ার্ডে পরিণত করতে সকলের সহযোগীতা কামনা করেন।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...