প্রকাশিত: ১০/০৯/২০১৬ ১২:৪৯ পিএম , আপডেট: ১০/০৯/২০১৬ ১২:৫৭ পিএম

picture1-max-width-640-max-height-480উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানীতে জিপে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিলেন এক নারী। তিনি এবং চালক ছাড়া আর কেউ ছিল না গাড়িতে। পথে চলন্ত গাড়িতে লাফ দিয়ে ওঠেন এক যুবক। আর তখনই বিপত্তি। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। প্রাণ হারান তিনজনই।শনিবার সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী স্টেশনের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন উখিয়ার মনখালী গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে মো. জিয়াউল হক (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মেরিন ড্রাইভ সড়ক হয়ে একটি জিপ (ছারপোকা) টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে এক নারী ও গাড়ি চালক কক্সবাজার যাচ্ছিলেন। গাড়িটি উখিয়ার মনখালী নামক এলাকায় পৌঁছালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিদ্দিক আহমদের ছেলে মো. জিয়াউল হকের নেতৃত্বে 14328836_1376887812341189_1644782730_nএকটি চক্র মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে জিয়াউল হক ছিনিয়ে নেয়ার জন্য ইয়াবা ভর্তি ওই গাড়িতে উঠে যায়। এ সময় গাড়িটি ইনানী নামক স্থানে এসে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিনজনই নিহত হন।ঘটনাস্থল থেকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ উখিয়া নিউজ ডটকমকে  জানান, সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজার অভিমুখী একটি জিপ (ছারপোকা) খুব দ্রুত গতিতে চালানোর কারণে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে নারীসহ তিনজন নিহত হয়। গাড়িতে কিছু ইয়াবা পাওয়া গেছে। তবে এখনও সেগুলো গননা করা হয়নি। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি। উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের  উখিয়া নিউজ ডটকমকে জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...