সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানা পুলিশ মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার -টেকনাফ সড়কের জাদিমুরা বটতলী এলাকা থেকে যাত্রীবাহী গাড়ীতে তল্লাসি চালিয়ে ১১শ ইয়াবা সহ নরসিংদী জেলার মনহারদী উপজেলার লক্ষনাত তালুকদার পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (৩০) কে আটক করেছে। উখিয়া থানার উপ- পরিদর্শক মোঃ ফজল কাদের পাটোয়ারী উখিয়া নিউজ ডটকমকে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ব্যাপারে, মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।