প্রকাশিত: ০৩/০৭/২০১৮ ৩:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৩ এএম
দোছরী গ্রামের চলাচলের জন্য ভরসা সাঁকো।

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::

দোছরী গ্রামের চলাচলের জন্য ভরসা সাঁকো।

বৃষ্টির কারণে গ্রামীণ সড়কে কাদা মাটি। উখিয়া সদর থানা সংলগ্ন হাজির পাড়া সড়কের বেহাল দশা। ঠিকাদারের খামখেয়ালিপনায় পাঁচ মাস ধরে এই সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে। উখিয়া দারোগা বাজার থেকে দোছরী গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। থানা পুকুরের দক্ষিণ পাশে সড়কে বৃষ্টির পানি জমে থাকে সব সময়। ঠিকাদার মেরামতের কাজ নিয়ে রাস্তায় থাকা ইটগুলো সরিয়ে ফেলেছেন। এতে জমে আছে পানি। হাজারো গ্রামবাসির কষ্টের যেন শেষ নেই। লোকজন চলাচলের জন্য নিজেদের উদ্যোগে তৈরি করেছেন বাঁশের সাঁকো।এ চিত্র রাজাপালং ইউনিয়নের দোছরী গ্রামের। উখিয়া সদর হাজির পাড়া সড়ক সংস্কারের অভাবে পাঁচ কিলোমিটার সড়কটিতে বন্ধ রয়েছে গাড়ি চলাচল। পাঁচ গ্রাম- কাজিপাড়া, মৌলভীপাড়া,হাজিরপাড়া, খয়রাতিপাড়া ও দোছরী এলাকার প্রায় ২০ হাজার মানুষের চলাচল এই সড়কে। দোছরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছৈয়দ হামজা বলেন, সাঁকো পেরিয়ে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী ও রোগী বিদ্যালয়ে ও হাসপাতালে আসা যাওয়া করেন, বিশেষ করে প্রসূতি রোগীদের হাসপাতালে আসতে কষ্ট হচ্ছে বেশি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালের সঙ্গে পাশের বিলের পানি মিশে একাকার। মানুষ উঠলেই দুলতে থাকে। লোকজন ভয়ে ভয়ে সাঁকো পার হচ্ছেন। মৌলভীপাড়া এলাকার ডাক্তার মোহাম্মদ ইসমাঈল বলেন, এই এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্য সেবা নিতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে রোগীদের ভোগান্তির শেষ নেই। কাজি জসিম উদ্দিন বলেন, হাজিরপাড়া সড়কটির ঠিকাদার প্রভাবশালীদের আত্নীয় হওয়ায় মাসের পর মাস মানুষ কষ্ট পাচ্ছে। এ যেন দেখার কেউ নেই। হাজিরপাড়া এলাকার শাহ আলম বলেন, এই রাস্তায় ধান চাষ করা ছাড়া আমাদের আর কোনো উপকারে আসবে না। এলাকাবাসি ধান চাষ করে এর প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহিন বলেন, ইউএনওকে এ ব্যাপারে বলা হয়েছে। লেখালেখিও কম করিনি। অদৃশ্য কারণে সড়ক সংস্কারের কাজ বন্ধ থাকায় মানুষের কষ্টের অন্ত নেই।

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...