প্রকাশিত: ১৩/১১/২০১৬ ৯:১৬ পিএম

উখিয়া প্রতিনিধি::
সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাখিল ও এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্টান প্রধানেরা বিষয়টি অস্বীকার করে বলেন, সরকার নির্ধারিত ফি আদায় করা হচ্ছে। একাধিক অভিভাবক অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, কারণে অকারণে নাম প্রকাশ করতে না পারায় বিষয়টি চাপা পড়ে যাচ্ছে।
বিগত বছর গুলোতে এসএসসি’র ফরম পূরণের দায়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় এবার নড়ে চড়ে বসেছে উখিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। তারা অবিনব কায়দা অবলম্বন করে বাইরে প্রচার না করার শর্তে ছাত্রছাত্রীদের নিকট থেকে বিভিন্ন বাইনা ধরে অতিরিক্ত অর্থ আদায় করছে। যে বিষয়টি ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকরা প্রকাশ করতে পারছে না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি শিক্ষা প্রতিষ্টান সংশ্লিষ্টরা ছাত্রছাত্রীদের আগাম জানিয়ে দিয়ে বলেছেন, ফরম পূরনের কত টাকা দেওয়া হয়েছে তা যেন বাইরে প্রকাশ করা না হয়। যার ফলে একাধিক ছাত্রছাত্রীরা সাথে কথা বলেও সঠিক তথ্য পাওয়া যায়নি।
সূত্র মতে, ২০১৭ সালের বোর্ড কর্তৃক নির্ধারিত এসএসসি’র ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সর্বসাকুল্য জনপ্রতি ছাত্রছাত্রী থেকে ১৩৮৫ টাকা আদায়ের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এমতাবস্থায় এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আড়াই হাজার টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে একাধিক শিক্ষক জানালেন, প্রাইভেট ফি বাবদ অতিরিক্ত কিছু টাকা নেওয়া হচ্ছে। তাও সঠিক তথ্য দিতে তারা অনিহা প্রকাশ করেন। রাজাপালং এম.ইউ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম আবুল হাছান আলী জানান, ফরম পূরণ বাবদ জনপ্রতি ছাত্রছাত্রী থেকে তিনি দেড় হাজার টাকা আদায় করছেন। থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুর রহিম জানান, তিনি জনপ্রতি ছাত্রছাত্রী থেকে সাড়ে ১৪ শ” টাকা করে ফরম পূরণ বাবদ আদায় করছেন।

পাঠকের মতামত

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান ...