প্রকাশিত: ১৩/০৩/২০১৭ ৮:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

তথ্য প্রযুক্তির এ যুগে মানুষ প্রযুক্তি ব্যবহার করে বির্শ্বকে হাতের মুঠোয় আনতে চাইছে। সভ্যতার অন্যতম আবিস্কার কম্পিউটার, মোবাইল, ফোন, ইন্টারনেট । আর এগুলো ব্যবহার করে মানুষ দিন দিন এগিয়ে যাচ্ছে অনেক দুর। অন্যদিকে উখিয়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন হাট বাজারে গড়ে উঠা কম্পিউটার এর দোকান (মোবাইল মেমোরিতে গান তোলা হয় এমন দোকান) দেওয়ার কথা বলে প্রকাশ্যে মোবাইলের মেমোরিতে পর্নো ছবি ডাউনলোডের ব্যবসা চালাচ্ছে দীর্ঘদিন ধরে। ফলে নৈতিক অধঃপতনের শিকার হচ্ছে যুবসমাজ। রেহাই পাচ্ছে না স্কুল –কলেজে পড়ুয়া কোমল মতি ছাত্র-ছাত্রীরাও। সরেজমিনে গিয়ে জানা যায়, উখিয়া উপজেলার সদর এলাকা সহ বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন দোকানে কম্পিউটারের মাধ্যমে মোবাইল এর মেমোরিতে গান লোডের নামে চলছে পর্নো ছবির ডাউনলোড। আর উঠতি বয়সের তরুন-তরুনীরা হুমড়ি খেয়ে পড়ছে ঐই সব দোকান গুলোতে। পর্নো ছবির আসক্তের সংখা হু হু করে বেড়েই চলছে। নিজের অজান্তে ত্র“মশ্যই হারিয়ে যাচ্চে অন্ধকার জগতে। এই ভয়াবহতা ভাবিয়ে তুলছে অভিভাবকদের কে। সংশিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মধ্যে হানা দিলেও এতে গ্রেফতার হচ্ছে না কেউ। এর কারন হচ্ছে অভিযানের আগাম খবর পৌছে যাচ্ছে ঐসব অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে। অভিযোগ উঠেছে নীতিভ্রষ্ঠ সংশিষ্ঠ আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় কর্তাব্যক্তিদের গোপন সখ্যতা রয়েছে ঐ সব অসৎ ব্যবসায়ীদের সাথে। যার ফলে গোপনে ও প্রকাশ্যে চুটিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ পর্নো ছবির জমজমাট ব্যবসা। এ ব্যপারে উর্ধবতন কর্তৃপরে হস্থক্ষেপ কামনা করছেন ভূক্তভোগিরা।

পাঠকের মতামত

মধ্যরাতে কক্সবাজার নার্সিং কলেজের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করলো শিক্ষার্থীরা

কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা ফ্যাকাল্টির পুরো কমিটির পদত্যাগ চেয়ে একদফা দাবি উপস্থাপন করে। ...