প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১০ পিএম
ছবিটি প্রতীকী

উখিয়া নিউজ ডেস্ক::

ছবিটি প্রতীকী

কক্সবাজারের উখিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রথম ও দ্বিতীয় পৃথক দুটি পর্যায়ের বরাদ্দকৃত দুই কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার মধ্যে প্রায় ৮০ লাখ টাকা ফেরত যাচ্ছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার কাজে অনুপস্থিত শ্রমিকদের নির্ধারিত টাকা কর্তন করে এসব টাকা ফেরত দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরে প্রথম পর্যায়ে ১৬শ’ ৭০ জন শ্রমিক ৪০ দিন কাজ করে বাধ্যবাধকতা থাকলেও বিভিন্ন কারণে অকারণে তালিকাভুক্ত শ্রমিকেরা কর্মস্থলে অনুপস্থিত থাকা, যথা সময়ে কাজে যোগদান না করা ও প্রাকৃতিক দুর্যোগে কাজ বন্ধ থাকাসহ উল্লেখিত দিনগুলোর মজুরি কর্তন করার সিদ্ধান্ত নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসৃজন প্রকল্পের কাজগুলো নিয়মিত তদারকি ও প্রত্যক্ষভাবে পরিদর্শনপূর্বক অনুপস্থিত শ্রমিকের বিপরীতে বরাদ্দকৃত মজুরি কর্তন করে। প্রথম পর্যায়ে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৩৭টি প্রকল্পের বিপরীতে এক কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অনুরূপ ভাবে ২০১৬-১৭ অর্থ বছরে ৩৬টি প্রকল্পের বিপরীতে ১৬শ’ ৬৫ জন শ্রমিকের মজুরি বাবদ এক কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

৮০ লাখ ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহকারী মিজানুর রহমান মিজান। এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহর নিকট মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বাস্তবায়িত হতদরিদ্রদের কর্মসংস্থানের টাকা ফেরত যাওয়ার সত্যতা স্বীকার করলেও কত টাকা ফেরত যাচ্ছে তা জানা যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, বিগত সময়ে বাস্তবায়িত হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী নিয়ে দুদকের মামলা, সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছে। কর্মসৃজন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি অর্থ বছরে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে নিয়মিত তদারকি করা হয়েছে। যে সমস্ত প্রকল্পে শ্রমিক অনুপস্থিত ছিল তার অনুকূলে বরাদ্দকৃত মজুরী কর্তন করা হয়েছে। এভাবে কিছু টাকা ফেরত যেতে পারে বলে তিনি মতামত ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে উক্ত কর্মসূচীর কার্যক্রম নিয়ে যেন প্রশ্নবিদ্ধ হতে না হয় সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।সুত্র: ইত্তেফাক

পাঠকের মতামত

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...