প্রকাশিত: ২১/১০/২০১৬ ৯:০৪ পিএম , আপডেট: ২১/১০/২০১৬ ৯:০৪ পিএম

কায়সার হামিদ মানিক, উখিয়া::

কক্সবাজারের উখিয়া দারোগা বাজারে মাছ ব্যবসায়ী মোঃ আলমগীর কতিপয় সাংবাদিককে চাঁদা না দেওয়ায় মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মাছ ব্যবসায়ী মোঃ আলমগীর (২৫) উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে কতিপয় সাংবাদিক কফিল উদ্দিন আনু ও নাজিম উদ্দিন, টুনু, সাহাব উদ্দিন, রুবেল, টিটু তার নিকট থেকে চাঁদা চাইতে গেলে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ১৮ ই অক্টোবর রাত ১১ টার দিকে মাছ বাজারে চাঁদা দাবী করতে চাইলে চাঁদা দিতে অস্বীকার করায় লাঠি, লোহার রড দিয়া এলোপাতাড়ী মারধর করে গুরুত আহত করে। ঐ সময় ভাইকে বাঁচাতে আসলে রাজা উদ্দিন (১৭) কেও মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করান। মামলার বাদী আলমগীর এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবী করে আসছিল। চাদা না দেওয়ায় আমাকে ও আমার ভাইকে পরিকল্পিত ভাবে মারধর পূর্বক আমার পকেটে থাকা ব্যবসার নগদ ২২ হাজার ৮শ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে মোঃ আলমগীর গত ১৯ অক্টোবর বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাঈন উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে সাবেক কাউন্সিলর হত্যা, পরিবারের দাবি পূর্বপরিকল্পিত

কক্সবাজার সৈকতের হোটেল সী-গাল পয়েন্টে হত্যাকাণ্ডের শিকার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর ...