প্রকাশিত: ১৩/১২/২০১৬ ১২:৩১ পিএম , আপডেট: ১৩/১২/২০১৬ ১২:৩৯ পিএম

আজিজুল হক,  সীমান্ত প্রতিনিধি:

উখিয়া উপজেলার থাইংখালী ঘোনার পাড়া নামক স্থানে শুধুমাত্র একটি কলার ছড়া বিক্রির ঘটনায় অাপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টার সময় থাইংখালী ঘোনার পাড়া গ্রামের মৃত জালাল আহাম্মদের পুত্র ছুরত আলম (২৮) তারই আপন ছোট ভাই মোহাম্মদ সাদেকের হাতে খুন হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে,বাড়ীর ভিটেতে ধরা একটি কলার ছড়া  বিক্রি করা নিয়ে দু ভাইয়ের মধ্যে বাড়াবাড়ি ও ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই ছুরত অালমকে ছোট ভাই সাদেক ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এদিকে ঘটনার পর পর ঘাতক সাদেক পুলিশের নিকট আত্ম সমর্পন করেছে। ঘটনার সত্যতা স্বীকার করেন উখিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ অাবুল খায়ের।

পাঠকের মতামত

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেলেন পুলিশ সুপার মো. নাইমুল হক

দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ও সনদ প্রদান ...