উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে আচরনবিধি লংঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। পালংখালী ইউনিয়নে গতকাল সোমবার ২ মেম্বার প্রাথীকে ৮০০০ টাকা জরিমানা করার পর মংলবার বিকালে হলদিয়াপালং ইউনিয়নে আচরনবিধি লংগন করে মিছিল ও জনসভা করার অভিযোগে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রাথী ফজল করিমকে ৫০০০ ও একই ওয়ার্ডের আরেক মেম্বার প্রাথী ডালিম মিয়াকে ৫০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন। এদিকে অভিযোগ রয়েছে ৯ ওয়ার্ডে আচরনবিধি লংগন করে এক প্রভাবশালী প্রাথী ভোটারদের মাঝে তাবু ও চাল বিতরণ করে যাচ্ছেন। এ ব্যাপারে যোগাগোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উখিয়া নিউজ ডটকমকে বলেন, আচরনবিধি লংগন করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। উখিয়াবাসীকে একটি সুষ্টু নির্বাচন উপহার দিতে প্রশাসন তৎপর রয়েছে।
পাঠকের মতামত