শহিদুল ইসলাম, উখিয়া ::
৩৪ বর্ডার গার্ড ব্যাটলিয়ন মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বার্মিজ বিয়ার, সিএনজি সহ ১ পাচারকারীকে আটক করেছে। আটককৃত পাচারকারীকে গতকাল শনিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন। ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার বলেন, শূক্রবার কোটবাজার ঝাউতলা নামক এলাকায় কক্সবাজার মূখী যাত্রীবাহী সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে ৯৪ ক্যান বিয়ার জব্দ করেন। এ সময় জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম (২০) কে আটক করেন। সে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামের ফরিদুল আলমের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। এ সময় জব্দ করেন ১টি সিএনজি গাড়ি, ২টি সীম ও ১ টি মোবাইল সেট।
পাঠকের মতামত