প্রকাশিত: ২৯/১০/২০১৬ ৭:১০ এএম

শহিদুল ইসলাম, উখিয়া::

উখিয়ার ঐতিহ্যবাহী রাজাপালং জাদিমোরা বৌদ্ধ বিহারে দানকৃত জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আহত করেছে। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে রুমখাঁ বড়–য়া পাড়াস্থ বিরোধী জমিতে এঘটনাটি ঘটে। আহতদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ১৯৪৪ সালে জনৈক রূপচন্দ্র বড়–য়া জাদি বৌদ্ধ বিহারে কবলামূলে ৩ একর সম্পত্তি দান করে। ১৯৭৪ সালে রশিক চন্দ্রের ছেলে মৃত হেমন্দ্র বড়–য়া উক্ত জমিটি বিক্রি করে দিলে বিহার কমিটি আদালতে একটি মামলা দায়ের করেন। ১৯৮৬ সালে বিজ্ঞ আদালত জাদি বিহারের অনূকূলে রায় ঘোষনা করে উক্ত জমিতে অনধিকার প্রবেশ না করার জন্য তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক নিষেধাজ্ঞা আরোপ করেন।

বিহার পরিচালনা কমিটির সভাপতি অরুণ বড়–য়া জানায়, তারা গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে রুমখাঁপালংস্থ বিহারের মালিকানাধীন জমির ধান দেখতে গেলে মোহাম্মদ হোছনের ছেলে মোঃ সুলতানের নেতৃত্বে ১৮/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা চালিয়ে ব্যাপক মারধর, ছুরিকাঘাত ও এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে আহত করেছে। আহতরা হচ্ছে অরুণ বড়–য়া (৬০), মোঃ হোছন, আব্দুর রহমান মুন্সী, চালম বড়–য়া। এঘটনায় অরুণ বড়–য়া বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

সেবার বিপরীতে গ্রাহকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে ...

সৈকতে থেকে ২০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পারকি ...