এম এস রানা, উখিয়া ::
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় শেখ রাশেদ ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন হয়েছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গভবনস্থ বাস ভবনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশে ২ হাজার ১টি ল্যাব ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গত ১৩ আগস্ট সকাল ১১ টায় একযুগে উদ্বোধন করেন। রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষে এক যাকজমক উৎসবমূখর পরিবেশের মাধ্যমে উদ্বোধন হয়। শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা কবি আদিল উদ্দিন চৌধুরী, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রুমখাঁপালং ইসলামীয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ আলম, সেক্রেটারী আলহাজ্ব সুলতান আহম্মদ সওদাগর, মাদ্রাসার সম্মাণিত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহ, মহিলা মেম্বার জেসমিন আক্তার, রফিক উদ্দিন মেম্বার, মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ সহ অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আগত অতিথি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা মাল্টিমিডিয়া রুম, কম্পিউটার ল্যাব সহ মাদ্রাসা পরিদর্শন করেন। এছাড়া একই সাথে উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয় ও উখিয়া উপজেলা একমাত্র নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে শেখ রাশেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।