দেশে ফিরলেন আজহারী, অংশ নেবেন কক্সবাজারের মাহফিলে
দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। অক্টোবরে মালয়েশিয়ায় যাওয়ার পর আজ বৃহস্পতিবার ...
রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। প্রতিদিনের ন্যায় মোটর সাইকেলের মালিক গিয়াস উদ্দীন বুধবার রাতে তিনি নিজ ঘরে মোটর সাইকেল রেখে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে দেখেন মোটর সাইকেলটি নেই । পরে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করে । এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের প্রস্থুতি চলছে। মোটর সাইকেলের নাম পালসার- CoxsBazar..LA.11.2886.ইন্জিন নং DHZWEH63538.চ্যাসিস নং MD2A11CZEW..199595 , গাড়ির রং নীল। এ ব্যাপারে গিয়াস উদ্দিন জানান, কোনো সহৃদয়বান ব্যক্তি গাড়িটির সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।
যোগাযোগ : 01819704494
পাঠকের মতামত