রিদুয়ানুর রহমান, উখিয়া::
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিএনপি দক্ষিণ শাখার বর্ধিত সভা ১৩ নভেম্বর শনিবার বিকাল ৩টায় উখিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক ডালিম।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ – সভাপতি সিরাজুল হক বি.এ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস – চেয়ারম্যান উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সোলতান মাহমুদ চৌধুরী, বিশেষ বক্তা উপজেলা বিএনপির সংগ্রামী সহ – সভাপতি অধ্যাপক তহিদুল আলম তহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক এম, বাদশা মিয়া চৌধুরী, উপজেলা বিএনপির সহ – সভাপতি হাজ্বী আব্দুল মন্নান, উপজেলা বিএনপির সহ – সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সিকদার (সালাম সিকদার), দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিঃ সহ – সভাপতি মীর শাহেদুল ইসলাম রোমান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সিকদার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফি সওদাগর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন দক্ষিণ যুবদলের আহবায়ক শাহজাহান খলিফা, মোঃ ইমরান, সৈয়দ নুর সওদাগর, আলী আকবর চৌধুরী, ডাঃ মাহবুবুর রহমান, মৌলবী কবির, হোসাইন আলী, মীর আহমদ মিস্ত্রী, মোঃ নুরু মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দল কঠিন অবস্থার মধ্যে চলছে। এই অবস্থায় দলের প্রত্যেক নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় দেশের যে অবস্থা তা থেকে উত্তরণের কোনো উপায় নেই। দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে কেন্দ্রীয়ভাবে ঘোষিত বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলে পতন ঘটানো হবে। এজন্য দলের সবাইকে জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ জননেতা শাহজাহান চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই যেকোনো উপায়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে বর্তমান নব্য স্বৈরাচারী রংহেডেট শেখ হাসিনা সরকার পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
পাঠকের মতামত