প্রকাশিত: ১০/০৮/২০১৭ ৬:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৪ পিএম

আজিজুল হক, উখিয়া::

উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সমন্বয়ে গড়ে উঠা ঘুমধুম, তুমব্রু-বালুখালী সিএনজি মাহিন্দ্রা মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি রেজিঃ নং- ৪৯৯, বা/বান ১৩/০৮/১৩ইং, এর ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ আগষ্ট ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ৯ সদস্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ৩ জন ও সহ-সভাপতি পদে ২ জন প্রত্যক্ষ ভোটে প্রতিদন্ধীতা করেন। এতে সকাল ৯ টা হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ঘুমধুম ইউনিয়ন পরিষদ হল রুমে ভোট গ্রহণ চলে। ৭৮ ভোটারের মধ্যে ৭১ ভোট গ্রহণ করা হয়। এতে নুরুল কবির চেয়ার প্রতীক নিয়ে ৩৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদন্ধী শফি উল্লাহ আনারস প্রতীকে ৩১ ও শাহ জাহান ঘোড়া প্রতীক নিয়ে ১ ভোট পান। সহ-সভাপতি আবদুর রহিম লালু কলসী প্রতীক নিয়ে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদন্ধী দিল মোহাম্মদ দিলু হারিকেন প্রতীক নিয়ে ২৭ ভোট পান। বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক মাহামুদুল হক, অর্থ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ আলম, সদস্য পদে নুরুল আবছার, হাবিবুর রহমান, মোঃ করিম বাবুল, নুরুল বশর ও মোক্তার আহমদ এর নাম ঘোষনা করা হয়। নির্বাচনী দায়িত্ব পালন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী পরিদর্শক সামশুন নাহার ও অফিস সহকারী নুরুল আবছার। এ সময় নির্বাচন কর্মকর্তাকে সহযোগীতা করেন আমির বশর ও মোস্তাক আহমদ। এ সময় ভোট গ্রহণ ও ফলাফল ঘোষনা কালে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খালেদ সরওয়ার হারেছ, ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের টু আইসি এসআই আলমগীর কবির, ইউপি সদস্য আবদুল করিম, সুবত বড়ুয়া, আবদুল গফুর, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম সোবহান মেম্বার, ছৈয়দ আলম মেম্বার, ইউপি সচিব এরশাদুল হক, উখিয়া উপজেলা ছাত্রদল সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, উখিয়া উপজেলা সিএনজি মাহিন্দ্রা শ্রমিক সমবায় সমিতির সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ আমিন শাকিল, লাইন পরিচালক ছৈয়দ হোছন, সাংবাদিক শ.ম গফুর, আবছার কামাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, অত্র সংগঠনের সকল স্তরের সদস্যগণ ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত