প্রকাশিত: ২৭/০৭/২০১৬ ১০:২২ পিএম , আপডেট: ২৭/০৭/২০১৬ ১০:২৩ পিএম

PIc Ukhiya 27-07-2016ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ায় ১১টি গ্রামীণ সড়কের খালের উপর ব্রীজ নির্মাণ হওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও)  ব্রীজ গুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। উখিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) জুবাইর হাসান, দৈনিক কক্সবাজার কে জানান, অবহেলিত ও দুর্গম এলাকায় ব্রীজ নির্মাণ হওয়ায় বিশাল জনগোষ্ঠির যাতায়ত ও পণ্য পরিবহনে সুযোগ পাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকারের জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচীর আওতায় চলতি অর্থ বছরের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অর্থায়নে ১১টি গ্রামীণ ব্রীজের নির্মাণ কাজ শুরু করা হয়।  ব্রীজ গুলো হচ্ছে রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল, তুতুরবিল, তুতুরী ছড়া, মলিয়ারকূল, উত্তর পুকুরিয়া, জালিয়াপালং ইউনয়িনের জুম্মাপাড়া রফিক আহমদের বাড়ীর পার্শ্বে, দক্ষিণ জুম্মাপাড়া, হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ বড় বিল কুনার পাড়া, বড় বিলের তচ্ছাখালী, রতœাপালং ইউনিয়নের উত্তর গয়ালমারা, পালংখালী ইউনিয়নের তেল খোলা মাস্টারের বাড়ী পার্শ্বে ও তেল খোলা চাকমা পাড়া খালের উপর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) এসব ব্রীজের নির্মাণ কাজ গুলো দেখ ভাল করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: মাঈন উদ্দিন জানান, দুর্গম এলাকার বিশাল জনগোষ্ঠির যোগাযোগ ও যাতায়ত ব্যবস্থা সহজ করার লক্ষ্যে বর্তমান সরকার ব্রীজ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। ১১টি ব্রীজের নির্মাণ হওয়ায়  গ্রামীণ অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে, উপজেলা পিআইও জুবাইর হাসান (অতিরিক্ত দায়িত্ব)   বলেন, ১১টি ব্রীজের মধ্যে ৮টি ব্রীজের নির্মাণ কাজ ইতি মধ্যে শেষ হয়ে গেছে। অবশিষ্ট ৩টি ব্রীজের নির্মাণ কাজ শীঘ্রই সমাপ্ত হবে। এছাড়াও দক্ষিণ বড় বিল তচ্ছাখালী খালের উপর বর্ষার মৌসুমে শিক্ষার্থী সহ জনসাধারণ পারাপারের জন্য জরুরী ভিত্তিতে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...