প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৭:৫৭ এএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া
উখিয়া সীমান্তের ঘুমধুম বিজিবির সদস্যরা বালুখালী কাস্টমস্ এলাকা থেকে একজন সন্দেহভাজন মিয়ানমারের রাখাইন নাগরিককে আটক করেছে। তার বিরুদ্ধে বিদেশীয় নাগরিক আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন। ঘুমধুম বিজিবির হাবিলদার নাজিম জানান, মিয়ানমারের বুচিদং জেলার বোপারীপাড়া গ্রামের দিবা তংচংগ্যার ছেলে তাপ চাকমা (২৫) গত রোববার রাত ১০টার দিকে অনুপ্রবেশ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা উখিয়ার ঘাট বালুখালী কাস্টমস্ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করে।

পাঠকের মতামত

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্যসেবার বিকল্প নেই

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকরা তথ্যসেবার মাধ্যমে রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ...

উখিয়ায় রেস্টুরেন্টের স্ক্রিনে নি’ষি’দ্ধ ‘ছা’ত্রলী’গের ফেরার বার্তা!

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’। মঙ্গলবার ...