বিনোদন ডেস্ক::
সম্প্রতি শুটিং শেষ হল কাজী শুভর নতুন একটি ব্যাতিক্রম মিউজি ভিডিও।
তিল পরিমান ভালবাসা শিরোনামের এই গানটির ভিডিওটি পরিচালনা করেন আদিত্য রুপু।পূবাইলের ভিবিন্ন মনোরম লোকেশনে চিএায়িত হয় এই গানের ভিডিওটি।আর অনেক বছর পর মিউজিক ভিডিওটিতে অভিনয় করেন বর্তমান চলচ্চিত্রের সবচেয়ে কম বয়সি উদীয়মান ভিলেন,মডেলও ভিলেন সনি রহমান।মিউজিক ভিডিও মানেই রোমান্টিক হিরো হিরোইন কিন্তু না এই ভিডিওটিতেও সনি রহমান ভিলেন।জানতে চাওয়া হলে সনি রহমান বলেন- এই ভিডিওটিতে আমি ভিলেন চরিএে অভিনয় করেছি।এর আগে ২০১৩ সালে এফ এ সুমন এর দরদিয়া নামক একটি গান করেছিলাম।প্রায়ই মিউজিক ভিডিও করার প্রস্তাব আমি পাই কিন্তু করা হয়নি।আর আমার কাছে একটি গান সব সময়ই একটি গল্প মনে হয়,কারন এটি হয়তো একজন লিখে আর একজন গায় কিন্তু কথা গুলো হয় সবার মনের সাথে মিলে যায় তাই মানুষ গান শুনে, বিনোদন পায়,গানের সাথে জীবন এর গল্প মিলিয়ে গানটাকে ফিল করে।তাই সব সময়ই গল্প নিয়ে কাজ করা ভিডিও আমি পছন্দ করি।এই ভিডিওটিতে অনেক মজার গল্প আছে,নেগেটিভ পজেটিভ ব্যাপারটাও আছে।তাই কাজটা করা।আমিও ব্যাক্তিগত ভাবে গান অনেক পছন্দ করি, অনেক ভিডিও দেখি।তাই একজন শ্রুতা হিসেবে বলব এই মিউজিক ভিডিওটি একটি চমৎকার মিউজিক ভিডিও হবে।এই ভিডিওটিতে দর্শক আমাকে ভিলেন চরিএে দেখবে,এতে পজেটিভ ও রোমান্টিক চরিএে অভিনয় করেছেন আলিফ, জেবিন, এছাড়াও অভিনয় করেছেন-নাজনীন,আফতাব,সুমন প্রমুখ এবং আশা রাখছি তিল পরিমান ভালবাসা শিরোনামের এই গানের ভিডিওটি সবার ভাল লাগবে।
পাঠকের মতামত