সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,
চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন এসএসসি ভোক: পরীক্ষা কেন্দ্রে ১৬৬ জন পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনে ১ নভেম্বর ১০ পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। কেন্দ্র নং চকরিয়া ৭৪০০২ এ অনুষ্ঠিত পরীক্ষায় এ কেন্দ্রে ১২০ জন ছাত্র ও ৪৬ জন ছাত্রী রয়েছে। মঙ্গলবার বাংলা ১ম পরীক্ষায় ১১৪ জন ছাত্র ও ৪২ জন ছাত্রী অংশ গ্রহণ করেন। তৎমধ্যে ৭ জন ছাত্র ও ৩ জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। যথারীতি সকাল ১০ টায় পরীক্ষা আরম্ভ হয়ে দুুপুর ১ টায় শেষ করা হয়। প্রথম দিনের পরীক্ষা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচিব- ভারপ্রাপ্ত কর্মকর্তা কিশলয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষায় ১৬৬ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ৭ জন ছাত্র ও ৩ জন ছাত্রী। এ কেন্দ্রে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় ও ডুলাহাজারা ইসলামীয়া আরবীয়া দাখিল মাদ্রাসা। হল তত্বাবধায়কের দায়িত্ব পালন করেন কিশলয় সিনিয়র শিক্ষক তড়িৎ কুমার দত্ত। হল পরিদর্শণ করেন চকরিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোরুল কাদের ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন চকরিয়া থানা পুলিশ।
পাঠকের মতামত