প্রকাশিত: ২৬/০১/২০১৭ ৯:৫৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে। এ সংক্রান্ত চিঠিটি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়।

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ৬ সদস্যের মধ্যে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরিন আক্তার তিনি কক্সবাজারের কৃতী নারী। কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার প্রয়াত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের সংগ্রাম পরিষদের কক্সবাজার জেলার আহবায়ক মরহুম আবছার কামাল চৌধুরীর জ্যৈষ্ঠ মেয়ে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সার্চ কমিটির প্রধান হচ্ছেন। তার নেতৃত্বে কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। সদস্য থাকছেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ।

বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে গঠিত সার্চ কমিটিরও প্রধান ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলানিউজকে জানিয়েছেন, সার্চ কমিটি গঠনে প্রস্তাবের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবন থেকে চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে বলেও জানান শফিউল আলম।

তবে নামগুলো প্রকাশ করেননি সচিব। তিনি বলেন, ‘আগে নামগুলো চূড়ান্ত হয়ে আসুক, তারপরে বলবো’।

সংবিধান অনুসারে, ইসি গঠন করবেন রাষ্ট্রপতি। এজন্য তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন।

গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির মাধ্যমে এ সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। ১৮ জানুয়ারি পর্যন্ত ৩১টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে দলগুলো রাষ্ট্রপতির কাছে বিভিন্ন প্রস্তাব দেয়।

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...