মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ৪:০০ পিএম

বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জামাল আহমদ (৬৮) আর নেই। সোমবার ১৫ এপ্রিল রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

স্বনামধন্য চিকিৎসক ডা. জামাল আহমদ ছিলেন টেকনাফের মানবিক প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সুদীর্ঘ ৩০ বছর যাবত বিনামূল্যে চিকিৎসা সেবা, কারিগরী ও ধর্মীয় শিক্ষা, লাইবেরিসহ বিভিন্ন সেবামূলক কাজ দিয়ে উখিয়া টেকনাফসহ কক্সবাজারের বিস্তীর্ণ এলাকার জনগনের সেবা করে গেছেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কৃতী ছাত্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি। ডা. জামাল আহমদ মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা এক পুত্র এবং অসংখ্য ছাত্রছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন। মানবিক চিকিৎসক ডা. জামাল আহমদ এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার ১৫ এপ্রিল জোহরের নামাজের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ এপ্রিল সকাল ১০ টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে ডা. জামাল আহমদের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

মধ্যরাতে কক্সবাজার নার্সিং কলেজের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করলো শিক্ষার্থীরা

কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা ফ্যাকাল্টির পুরো কমিটির পদত্যাগ চেয়ে একদফা দাবি উপস্থাপন করে। ...