প্রকাশিত: ২৯/০৩/২০১৭ ৯:৫০ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা ৩১ মার্চ সকাল সাড়ে আটটা থেকে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে শুরু হবে। “যুক্তির আলোয় নিপাত যাক, ধর্মান্ধতা-মৌলবাদ” এ শ্লোগানে অনুষ্ঠেয় কর্মশালার আয়োজক কক্সবাজার জেলা বিতর্ক ক্লাব। কর্মশালায় অংশগ্রহণের জন্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪০ শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হযেছে।
কক্সবাজার জেলা বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন-কর্মশালায় উচ্চারণ, বাচনভঙ্গি, উপস্থাপনা, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক , ইংরেজি সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক ও বায়োয়ারী বিতর্কের উপর প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ দেবেন জাতীয় পর্যায়ের খ্যাতিমান বিতার্কিকবৃন্দ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদ দেয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় রেস্টুরেন্টের স্ক্রিনে নি’ষি’দ্ধ ‘ছা’ত্রলী’গের ফেরার বার্তা!

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’। মঙ্গলবার ...

কক্সবাজারে নিহত লে. তানজিমের বাবা-মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর

নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের কাছে পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর ...