প্রকাশিত: ২০/১২/২০১৬ ৯:৩৮ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও ::

চকরিয়া উপজেলার খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় রোমা আকতার (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মেদাকচ্ছপিয়া ঢালায় ঘটে এ দূর্ঘটনা। নিহত রোমা আক্তার বর্ণিত ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের মোহাম্মদ ফারুকের কন্যা এবং মেদাকচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য মতে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার সময় রোমা আক্তার রাস্তা পারাপার করছিলেন। এসময় চকরিয়ামুখী দ্রুতগামী ছারপোকার ধাক্কায় সে ঘটনাস্থলে ক্ষতবিক্ষত হয়ে পড়লে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় ১ নং ওয়ার্ড মেম্বার মো: সলিম উল্লাহ দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেলো শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিয়াম আহম্মেদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ...