প্রকাশিত: ০৯/০৮/২০১৬ ৮:১৫ এএম

1উখিয়া নিউজ ডেস্ক::

পর্যটন রাজধানী কক্সবাজার জেলার গ্রামীণ জনপদে বিদ্যুতায়ন করে জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হ্যাক করেছে গোস্ট সিস্টেম নামের একটি হ্যাকার গ্রুপ।
৮ আগষ্ট সোমবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি’র ওয়েবসাইটে (www.coxsbazarpbs.org) প্রবেশ করলে হোম পেইজে দেখা যায় কালো প্রচ্ছদপটে লেখা হ্যাকারদের বার্তা- ‘VANS WINCHESTER’। ওয়েবসাইটে প্রকাশিত ছবির উপরে চলমান একটি লিখিত রয়েছে- ‘হ্যাকড ভাই গোস্ট সিস্টেম’।
সাইটটি হ্যাক করার পর, একটি ভুঁতুড়ে ছবিও প্রকাশ করেছে। সেখানে ইংরেজিতে লেখা হয়, “ভ্যানস উইনচেস্টার”। একইসঙ্গে ওয়েবসাইটটিতে একটি ইংরেজি গানও জুড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির টেলিফোনে যোগাযোগ করেও, ফোন রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

পাঠকের মতামত

অভিভাবকহীন ঘুমধুম ইউনিয়ন পরিষদ

নাইক্ষ্যংছড়ি উপজেলা’র সীমান্তঘেষা ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র নির্বাচিত জনপ্রতিনিধি’দের মেয়াদ ৫ বছর পূর্ণ হয়েছে গত নভেম্বর ...