পর্যটন রাজধানী কক্সবাজার জেলার গ্রামীণ জনপদে বিদ্যুতায়ন করে জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হ্যাক করেছে গোস্ট সিস্টেম নামের একটি হ্যাকার গ্রুপ।
৮ আগষ্ট সোমবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি’র ওয়েবসাইটে (www.coxsbazarpbs.org) প্রবেশ করলে হোম পেইজে দেখা যায় কালো প্রচ্ছদপটে লেখা হ্যাকারদের বার্তা- ‘VANS WINCHESTER’। ওয়েবসাইটে প্রকাশিত ছবির উপরে চলমান একটি লিখিত রয়েছে- ‘হ্যাকড ভাই গোস্ট সিস্টেম’।
সাইটটি হ্যাক করার পর, একটি ভুঁতুড়ে ছবিও প্রকাশ করেছে। সেখানে ইংরেজিতে লেখা হয়, “ভ্যানস উইনচেস্টার”। একইসঙ্গে ওয়েবসাইটটিতে একটি ইংরেজি গানও জুড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির টেলিফোনে যোগাযোগ করেও, ফোন রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
পাঠকের মতামত