প্রকাশিত: ১৯/০৭/২০১৬ ৯:২৩ পিএম

coxsbazar-pict-19.7.2016-400x225

উখিয়া নিউজ ডটকম::

জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িক, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতার শক্রুদের মূলোউৎপাটন করা হবে। ১৯ জুলাই দুপুরে কক্সবাজার সরকারী কলেজের আয়োজনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অথিতি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন।

“সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগ সভাপতি এড.সিরাজুল মোস্তফা, কলেজের সাবেক জি এস ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান প্রমূখ।

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

পাঠকের মতামত

চার শিক্ষার্থীর ইমামতিতে কক্সবাজার মেডিকেলে খতমে তারাবীহ

বিভিন্ন বর্ষে অধ্যয়নরত চারজন শিক্ষার্থীর ইমামতিতে কক্সবাজার মেডিকেল কলেজে (কক্সএমসি) প্রথমবারের মতো শুরু হয়েছে খতমে ...