কক্সবাজার সৈকতে হারিয়ে যাওয়া আরো ৪ শিশুকে উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দিলেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশ । হারিয়ে যাওয়া শিশুরা কোরবানীর ছুটিতে কক্সবাজারে বেড়াতে আসা পর্য়টকদের সন্তান । সৈকতে বেড়াতে গিয়ে ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছিল এসব শিশু ।
জানা গেছে , পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিষ্ট পুলিশ সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে গতকাল ১৬ সেপ্টেম্বর ৪ শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুরা হচ্ছেন , মোঃ আজিজ (৫বছর) , পিতাঃ মোঃ আনিছুর ,নারায়ণগঞ্জ।প্রিয়া আক্তার (৫ বছর) , পিতাঃ মোঃ জুয়েল, মুহাম্মাদপুর, ঢাকা। উশরা খান নিশা(৬ বছর) , পিতাঃ মুজাহিদ রিয়াল, মিরপুর ,ঢাকা। জান্নাতুল(৮ বছর), ঈদগাহ, কক্সবাজার। উদ্ধারকৃত শিশুদের পরে পিতা মাতা ও অভিভাবকদের হাতে তুলে দেয়া হয় বলে ট্যুরিস্ট পুলিশের এএসপি রায়হান কাজেমী নিশ্চিত করেছেন।সিবিএন
পাঠকের মতামত