প্রকাশিত: ২২/০৭/২০১৬ ৩:৩৬ পিএম

ডেস্ক রিপোর্ট :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুটি বাসের সংঘর্ষে নারী-শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নুরুল আলম (৩০) নামে একজনের পরিচয় জানা গেলেও শিশুসহ অন্যদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর এক নারীর মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক বাংলামেইলকে জানান, লোহাগাড়ার চুনতি এলাকায় বিপরীতমুখী দুটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলামেইলকে জানান, লোহাগাড়ায় দুর্ঘটনায় অন্তত ১১ জনকে দুপুর ১টার দিকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ২০ থেকে ২২ বছর বয়সী এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। আহত অন্য ১০ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

বাংলামেইল

পাঠকের মতামত

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

বাগ্‌দত্তাকে নিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্টার্ন চিকিৎসক নিহত

ঢাকার বেসরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্ঘ্য অমৃত মণ্ডল (২৬)। একই মেডিকেল কলেজের ...