উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ৪:৩৪ পিএম

কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করে।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এমডি গোলাম মোরশেদ আবেদিত সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে, কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়ের স্বাক্ষর নকল করে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বিজ্ঞপ্তিটিতে উল্লেখিত ই-মেইল ও অন্যান্য তথ্যাদির সাথে ওই হাসপাতালের কোন সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরে জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র’ আজাদী

পাঠকের মতামত

সেনাবাহিনীতে বড় রদবদল, ডিজিএফআইয়ের নতুন ডিজি জাহাঙ্গীর আলম

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। মেজর জেনারেল পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল ...