প্রকাশিত: ৩০/০৯/২০১৬ ৭:১৩ এএম

eivউখিয়া নিউজ ডেস্ক::

পটিয়ায় নারী উত্ত্যক্তকারী ও বখাটেদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এক বখাটেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গ্রেফতারের পর আরিফুল ইসলাম (২২) নামে ওই বখাটে যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ উল্লাহ মারুফ এ আদেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া সরকারি কলেজ গেইট এলাকা থেকে আরিফুলকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে এক বছরের সাজা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহমুদ উল্লাহ মারুফ। আরিফুল ইসলাম (২২) পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের ফুলগাজী বাড়ীর আবদুল মালেকের ছেলে।

জানা গেছে, পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করত আরিফুল। বৃহস্পতিবার দুপুরে কলেজ শেষে বাড়ি ফেরার পথে পটিয়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে তার পথরোধ করে আরিফুল। এসময় তাকে উত্ত্যক্ত করতে থাকলে পুলিশ এসে আরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর মোবাইল কোর্টের সামনে হাজির করলে বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম জানান, বখাটেদের শায়েস্তা করার ব্যাপারে আমরা ‘জিরো টলারেন্সে’। এরই অংশ হিসেবে অভিযান শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার

অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশের ময়লা এবং সমুদ্র ...

বাণিজ্য মেলা দেখে থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ...

গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক ...