প্রকাশিত: ০৮/০২/২০১৭ ৮:৩৮ এএম , আপডেট: ০৮/০২/২০১৭ ৮:৩৯ এএম
রফিক মাহমুদ, উখিয়া::

উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজার তোফাইল-ফাতেমা শপিং কমপ্লেক্স ব্যাবসায়ী মালিক সমিতির উদ্যোগে সীরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্টত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার কোটবাজার মধ্য স্টেশনের পেট্টোল পাম্প সংলগ্ন তোফাইল-ফাতেমা শপিং কমপ্লেক্স চত্বরে মার্কেটের মালিক অালহাজ্ব তোফাইল অাহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মহফিলে প্রধান মেহেমান হিসাবে উপস্থিত থেকে পবিত্র কোরঅান ও হাদীসের অালোকে মানবজাতীর কল্যাণের জন্য দোয়া করেন মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্স চকরিয়া এর খতিব হযরত মাওলানা হাফেজ বশির অাহমদ। এই সময় তিনি কোরঅান ও হাদিসের অালোকে বিষদ অালোচনা করেন। প্রধান অতিথির অালোচনার পূর্বে প্রধান অালোচক হিসাবে কোরঅান ও হাদিসের অালোকে অালোচনা করেন, রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার সিনিয়র অারবি প্রভাষক মাওলানা অাবুল ফজল। বিশেষ অালোচক ছিলেন, কোটবাজার কেন্দ্রয়ী জামে মসজিদের খতিব মাওলানা ডাঃ দেলোয়ার হোসাইন ও মাওলানা বেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান অাব্বস উদ্দিন, হাফেজ মনির, মাওলানা বদিউল অালম সহ ব্যাবসায়ী, শিক্ষক ওলামায়েকেরাম ও ধর্ম প্রাণ মোসল্লিরা।

পাঠকের মতামত

কেন্দ্রের নির্দেশনায় উখিয়ায় পল্লী বিদ্যুতের কমপ্লিট শাটডাউন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের, কয়েকজনকে গ্রেফতার এবং ১০ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করার প্রতিবাদে ...

টেকনাফে ৩ অপহরণকারী আটক

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ...

উখিয়ার ষ্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনাল, মহাসড়কের উপর চলে গাড়ি পার্কিং

উখিয়া উপজেলার স্টেশনগুলো যেন অঘোষিত টার্মিনালে পরিণত হয়েছে। স্টেশন গুলোতে দুপাশের সারিবদ্ধ করে রাখা হয়েছে ...

উখিয়ায় ছয় এনজিওর বিরুদ্ধে নোটিশ, স্থানীয়রা বলছেন, এটি আই ওয়াশ

বে-আইনিভাবে নির্মিত স্থাপনায় কার্যক্রম পরিচালনা করার অপরাধে ছয় এনজিও’কে নোটিশ দিয়েছে বনবিভাগ। পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ...