প্রকাশিত: ০২/০৭/২০১৮ ৩:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৬ এএম
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

ডেস্ক রিপোর্ট::

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম (ফাইল ছবি)

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা সংস্কারকে যতটা সহজভাবে বিশ্লেষণ করা হচ্ছে, অতটা সহজ নয়, জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তবে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান শফিউল আলম।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। আমাদের নিচের লেভেলে এখনও এটি ট্রাসমিটেড হয়নি।’

সংস্কার কার্যক্রম শেষের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোটা সংস্কারে গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।’

পাঠকের মতামত

টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতিবিরোধী ...

আমাদের সময়ের প্রতিবেদন আগে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধিকাংশ দল

স্থানীয় সরকার সংস্কার কমিশনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা ওঠায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র ...

৭ বছর পর দেখা হচ্ছে মা-ছেলের

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও ...

সৌদির আরামকো তিনবার এসেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাধা দেয়: রাষ্ট্রদূত

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো, বাংলাদেশে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টায় বারবার উদ্যোগী হলেও ...