প্রকাশিত: ২৭/১০/২০২১ ৭:৪১ পিএম , আপডেট: ২৭/১০/২০২১ ৭:৪২ পিএম

বিশেষ প্রতিবেদক::
টেকনাফকে নিয়ে সারাদেশে একটি দুর্নাম রয়েছে এ থেকে পরিত্রান পাওয়ার একমাত্র উপায় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উজ্জীবিত রাখা। আগামীতে গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করার জন্য তিনি স্পন্সর হওয়ারও ঘোষণা দেন। খেলোয়ার, ক্রীড়ামোদী দর্শক ও যুবসমাজ এগিয়ে আসলে টেকনাফ থেকে মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। এইজন্য উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে সাবেক সাংসদ আবদুর রহমান বদি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর আয়োজনে ছিলেন-উপজেলা রেফারীজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন।
পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন- সাবেক সাংসদ আবদুর রহমান বদি, বিশেষ অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজ চৌধুরী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও উপজেলা রেফারীজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশন সভাপতি ফরহাদুজ্জামান, সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ, পৌরসভা আ,লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, যুগ্নসম্পাদক মাহবুব মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য ও সাংবাদিক নুরুল হোসাইন, সেন্টমার্টিন ইউপির সদস্য হাবিব খান ও আবদুর রহমান প্রমূখ ।
গত ২৮ শে সেপ্টেম্বর উপজেলার ১৬টি দলের অংশগ্রহণের মাধ্যমে নকআউট পদ্ধতিতে খেলার উদ্বোধন করা হয়েছিল। পরবর্তীতে এই দুইটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। ফাইনাল খেলায় সেন্টমার্টিন একাদশ ১-০ গোলে নাফ নদী একাদশ হ্নীলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন-আবুল কাশেম কুতুবী, মোহাম্মদ উল্লাহ, মো সোহেল ও মোহাম্মদ মালেক । খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, একটি ছোট্ট উপজেলায় প্রায় ২০-২৫ হাজারের মতো এতো মানুষের খেলা দেখার আগ্রহে আমি অভিভূত হয়েছি। এখানকার ক্রীড়ার উন্নয়নে যা যা করার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

m

পাঠকের মতামত

প্রবারণা পূর্ণিমা উদযাপনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী

ঢাকা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রামুসহ সারা দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য ...

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, বাংলাদেশিসহ গুলিবিদ্ধ ৫

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশিসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা ...

রামু সরকারি কলেজে প্রতিবেদন দেওয়ার কথা ৩ দিনে, ২ সপ্তাহেও চিঠি পাননি তদন্ত কর্মকর্তা

কক্সবাজারের রামু সরকারি কলেজের অচলাবস্থা নিরসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য গত ১ অক্টোবর ...

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করতে মালয়েশিয়া যাচ্ছিল দুই তরুণী

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ উপকূলে অভিযান চালিয়ে পুলিশ ১২ রোহিঙ্গা নারী-পুরুষসহ ২০ জনকে ...

উখিয়ায় উন্মুক্ত কারাগারের জায়গা পরিদর্শনে নবনিযুক্ত ‘আইজি প্রিজন্স’

কক্সবাজারের উখিয়ায় দেশের প্রথম উন্মুক্ত কারাগারের জায়গা ও জেলা কারাগার পরিদর্শন করেন নবনিযুক্ত আইজি প্রিজন্স ...