অাজিজুল হক, সীমান্ত সংবাদদাতা::
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মসজিদ ভিত্তিক ইমাম, মুয়াজ্জিনদের মাঝে মাহে রমযান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘুমধুম ইউনিয়নের সামাজিক কল্যাণ মুলক সেচ্ছাসেবী সংগঠন ”মরহুম আবদুর রহিম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ”কর্তৃক প্রদত্ত এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে ২৪মে দুপুর ৩টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা জাহেদুল আলম চৌধুরী, ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম সোবাহান শিকদার, ডাঃ মোঃশাহজাহান, সমাজ সেবক নজির আহমদ খলিফা, ডাঃ শামসুল আলম, সাংবাদিক শ.ম.গফুর, পরিচালক ( মিডিয়া), সংগঠনের সচিব শেখ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সংবাদকর্মী আজিজুল হক রানা, মাও.আবছার, ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিশানুল হক,ছাত্রলীগ নেতা শাহজালাল বাদল প্রমুখ। এতে ঘুমধুমের প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রায় ২০ টি মসজিদ -মাদ্রাসায় দায়িত্ব ও কর্মরত ইমাম – মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। প্রসংগতঃ ছোলা, সয়াবিন, পেয়াঁজ, মুড়ি,খেজুর ও অন্যান্য খাদ্য সামগ্রী ইফতারের আওতায় বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে রমযান অাগমনের ফজিলত ও শোকরিয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও: নুরুল অাবছার।