অাজিজুল হক,ঘুমধুমঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঘুমধুম কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মেলন
কক্ষে ৩৪ বিজিবি’র তত্ত্বাবধানে ঘুমধুম বিওপি’র ব্যবস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সীমান্ত এলাকায় সীমান্ত হত্যা বন্ধে অবৈধভাবে সীমান্তে বিচরণ প্রতিরোধ, মিয়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ এবং নিবন্ধিত ও অনিবন্ধিত শরণার্থীদের অবৈধ প্রত্যাগমন প্রচেষ্টা প্রতিহতকরণসহ তাদের আশ্রয়-প্রশয়দান রোধ, মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাম্প্রতিককালের জঙ্গি তৎপরতা রোধে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাংগীর অাজিজ চৌধুরী, প্রধান অতিথি ছিলেন ঘুমধুম বিওপি কমান্ডার সাইফুল ইসলাম।বক্তব্য রাখেন ইউপি সদস্যা খালেদা বেগম,৬নং ওয়াডের ইউপি সদস্য সুব্রত বড়ুয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল অালম সিকদার,প্রধান শিক্ষক অাক্তার উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক হেমলাল বড়ুয়া,সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ অালম,সাইফুল ইসলাম,মোঃ সেলিম,অানসার সদস্য নুর হুছাইন প্রমূখ।
পাঠকের মতামত