উখিয়া নিউজ ডটকম::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ৬হাজার ইয়াবাসহ পাঁচ মিয়ানমার নাগরিককে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।শনিবার রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মিয়ানমারের মংডু হারিপাড়া এলাকার সোলেমানের ছেলে আমির হোসেন (৩৮), মো: তাহেরের স্ত্রী মিনারা বেগম (২৫), সিকদারপাড়া এলাকার আব্দুল জাব্বারের স্ত্রী আমেনা খাতুন (৩৮), বমুপাড়া এলাকার মো: ইউনুছের স্ত্রী মাজিদা বেগম (৩৮) ও মগনিপাড়া এলাকার মৃত আবুল কালামের স্ত্রী নুর বানু (৫৫)। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অবৈধ অনুপ্রবেশ আইন ও মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মিয়ানমারের পাচঁ নাগরিক সীমান্ত অতিক্রম করে ঘুমধুম বেতবুনিয়ার-কচুবনিয়া স্কুল এলাকায় পৌছলে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এরশাদুল্লাহ সহ অন্যান্য সদস্যরা অভিযান চালায়। এসময় তাদের দেহ তল্লাসী করে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটকৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় স্থানান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ আইনে (মামলা নং-৮) দায়ের করেছে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এরশাদ উল্লাহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির।