বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের নোয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপেরে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মাদ ভুট্টো।
এদিকে মিয়ানমার সীমান্তের তুমব্রু বাজারের পার্শ্ববর্তী রাস্তার কাছে আরও একটি অবিস্ফোরিত মর্টার শেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। শুক্রবার দুপুরে অবিস্ফোরিত মর্টার শেলটি পথচারীরা দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে খবর দেয়। নিরাপত্তার স্বার্থে ওই স্থানে জনসাধারণ ও যান চলাচল সীমিত করেছে বিজিবি সদস্যরা।
বর্তমানে সীমান্তের পরিস্থিতি শান্ত অবস্থায় রয়েছে। তবে মাঝেমধ্যে মিয়ানমারের ভেতরে সীমান্তবর্তী এলাকায় কিছু কিছু গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাংগীর আজিজ জানান, সীমান্ত পরিস্থিতি এখন অনেকটা শান্ত। তবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা পড়ে থাকায় শঙ্কিত রয়েছে স্থানীয় জনসাধারণ। এদিকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।
পাঠকের মতামত