প্রকাশিত: ০৩/০৮/২০১৭ ৮:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বড়পাড়া এলাকায় যাত্রীবাহী পিকআপ, পিকআপ ও হানিফ চেয়ারকোচের ত্রিমুখী সংঘর্ষে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী শ্রাবন্তী ধর (২১) গুরুতর আহত হয়ে প্রথমে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে, পরে ঢাকার এপোলো হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। মর্মান্তিক ঐ সড়ক দুর্ঘটনায় ৮ জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চিকিৎসা খরচের জন্য এগিয়ে এসেছিলেন সহপাঠী, বন্ধু ও স্বজনেরা। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বাঁচানো গেল না শ্রাবন্তীকে। দীর্ঘ ২ মাস ৮ দিন পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শ্রাবন্তী। গতকাল ২ আগস্ট সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এপোলো হাসপাতালে তিনি মারা যান। শ্রাবণীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে লেখালেখি, সমবেদনা প্রকাশ করে তার সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশী বন্ধুরা। তার মৃত্যুতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শ্রাবন্তীর বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুরে। বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ ধর ও শিপ্রা ধরের একমাত্র কন্যা তিনি। শ্রাবন্তীর চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় যারা এগিয়ে এসেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন পিতা অনুপ ধর।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...