প্রকাশিত: ২৫/১১/২০১৬ ৭:১৪ এএম

খালেদ হোসেন টাপু, রামু::15218317_1009567162523156_2024784630000
কক্সবাজারের রামু উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসপি) কেন্দ্র পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পরীক্ষা চলাকালীন তিনি রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন।

এসময় সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, জাতির জনকের আদর্শে দেশপ্রেমিক ও নীতি নৈতিকতা সম্পন্ন জাতি গড়তে সুশিক্ষার কোন বিকল্প নেই। আজকের শিশুরাই স্বপ্নের সোনার বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এ লক্ষ্যে রামু-কক্সবাজারের গ্রামে-গঞ্জে শিক্ষার আলো পৌঁছে দেওয়া হচ্ছে। গড়ে তোলা হচ্ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সরকারের আমলেই রামু-কক্সবাজারে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই সুশিক্ষিত ও মেঘাবী জাতি গঠনে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, রামুতে এখন ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল হয়েছে। সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যুগোপযোগী মানসম্মত শিক্ষালাভ করছে শিক্ষার্থীরা। সাংসদ সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে শিক্ষা শহরে পরিণত হচ্ছে রামু।

পরিদর্শনকালে রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাজান আলী, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছালামত উল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা মাস্টার ফরিদুল আলম, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুফিজুল ইসলাম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ আব্দু শুক্কুর, সাংবাদিক খালেদ হোসেন টাপু, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, যুবলীগ নেতা নবীউল আরকান, মানবাধিকারকর্মী সুরেশ বড়–য়া বাঙালিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের তিন দিনব্যাপী কর্মশালা শুরু

কক্সবাজারে বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে ’আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ সাংবাদিকতা’ শীর্ষক তিনদিনব্যাপী ...

ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করুন : টেকনাফে মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত ব্যতিক্রমধর্মী বাংলাদেশ ...