ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১০/২০২৪ ৫:০০ পিএম

অথচ গতবছর একই সময়ে ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা করেছিল ৯৪ কোটি ৪৬ লাখ টাকা

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ৮৯ কোটি ২০ লাখ টাকার নিট লোকসান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

অথচ গতবছর একই সময়ে ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা করেছিল ৯৪ কোটি ৪৬ লাখ টাকা।

ইসলামী ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এ প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আর আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লাভ হয়েছিল ৫৯ পয়সা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বিনিয়োগের বিপরীতে উচ্চ প্রভিশনকে এই লোকসানের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।

২০২২ হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৯৮ কোটি ৩২ লাখ টাকা। আর ২০২১ সালের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৯৪ কোটি ৯৬ লাখ টাকা।

এমন এক সময় ব্যাংকটির লোকসানের এই খবর এল, যখন এস আলমের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে ব্যাংকটিতে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিজেদের চেষ্টায় আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে এক সময় দেশের শীর্ষ অবস্থানে থাকা ব্যাংকটি।

চলতি বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবেও ইসলামী ব্যাংকের নিট মুনাফা কমেছে। এই নয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬৭ কোটি ৭২ লাখ টাকা। যেখানে ২০২৩ সালের একই সময়ে ব্যাংকটির মুনাফা হয়েছিল ৪৩৭ কোটি ৮১ লাখ টাকা।

এ হিসাবে বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১৭০ কোটি ৯ লাখ টাকা বা ৩৮ দশমিক ৮৫ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

পাঠকের মতামত

২০২৫ সালে রোহিঙ্গা ইস্যু ও যুক্তরাষ্ট্র-ভারত-চীনের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকার পাবে: তৌহিদ হোসেন

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ২০২৫ সালে বাংলাদেশের জন্য প্রধান অগ্রাধিকার হবে রোহিঙ্গা ...

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

বেসরকারি ব্র্যাক ব্যাংকের তিন গ্রাহকের বিরুদ্ধে ব্যবসার আড়ালে ২১ লাখ মার্কিন ডলার পাচারের তথ্য পেয়েছে ...