প্রকাশিত: ১৫/০৯/২০১৬ ৭:৩৫ এএম

mohesh-khali-coxs-bazar-awameleg-ponermelon-pic-140916-max-width-640-max-height-480আবদুর রাজ্জাক,কক্সবাজার::
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফার গ্রামের বাড়ি মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকায় গত বুধবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার সময় এক ঈদ পুর্ণমিলন অনুষ্টিত হয়। ঈদ পুর্ণমিলন অনুষ্টান এক পর্যায়ে আওয়ামীলীগে ও তার অংগ সংঘঠনের  মিলন মেলায় পরিনত হয়। উক্ত ঈদ পুর্ণমিলন অনুষ্টানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা,মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি,ঢাকা জেলা আদালতের দায়রা জজ এরফান উল্লাহ,উপজেলা র্নিবাহী অফিসার মো: আবুল কালাম, লোহাগাড়া উপজেলা র্নিবাহী অফিসার আবুল কাশেম,মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক, অফিসার ইনচার্জ(তদন্ত) মো: নাজমুল হক কামাল,পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ডা.নুরুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক এম.আজিজুর রহমান বি.এ , বিডি নিউজ রিভিউজ ডট কম,ম্যাগনা নিউজ ডট কম,সিএসবি ২৪ ডট কমের কক্সবাজার জেলা প্রতিনিধি,দৈনিক কক্সবাজার বানীর ষ্টাফ রির্পোটার এবং দৈনিক জনকণ্ঠ ও দৈনিক র্পূবকোণের মহেশখালী প্রতিনিধি সাংবাদিক আবদুর রাজ্জাক,সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল আলম চেয়ারম্যান,কুতুবজুম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, ক্যাপটেন সাইমুন রেজাউল হক, এড,সাইদুর রহমান মজুমদার,এড.আবদু রউফ,এড.নুরুল হুদা,এড,শেখ কামাল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-পাঠাগার সম্পাদক মো: সোহেল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ছারদুন  মোস্তফা, ও সদস্য মো: সরওয়ার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফারুক ও সহ-সাধারণ সম্পাদক মো: তারেক,উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াজেদ আলী মুরাদ,যুগ্ন আহবায়ক যথাক্রমে হালিমুর রশিদ,নুরুদ্দিন মাসুদ ও এস.এম বারেক,মহিউদ্দিন,মিজানসহ জেলা ও উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগের নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঈদ পুর্ণমিলন ও নেতৃবৃন্দদের মিলন মেলা শেষে দুপুরে এক মধ্যন্ন্য ভোজের আয়োজন করা হয়।

পাঠকের মতামত